বিশেষ বিজ্ঞপ্তি
ব্যাংকগুলোর এক্সপোজার লিমিট না বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক ‘পুঁজিবাজার সহায়ক পলিসি গ্রহণ’ করেছে। তা পুঁজিবাজারের জন্য কতটুকু সহায়ক হবে?
একই সঙ্গে আগামী ২৩ জুলাইয়ের মধ্যে ১২ টি ব্যাংকের বর্ধিত বিনিয়োগ সমন্বয়ের নির্দেশনা আসছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ‘সহায়ক পলিসি’ সম্ভাবনা না আশঙ্কার সৃষ্টি করবে?
ব্যাংক এক্সপোজার লিমিট বা পুঁজিবাজার নিয়ে আপনার বিশেষ কোন অভিজ্ঞা লিখে পাঠান আমাদের এই ঠিকানায় ‘info@dailystockbangladesh.com’ অথবা ‘shahinur.islambd@gmail.com’। ‘পাঠক যখন লেখক’ শিরোনামে মান সম্মত লেখা অবশ্যই প্রকাশ করা হব।
- সম্পাদক