স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস্ লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা যা গত বছরের একই সময়ে ছিল ২৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৭ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ৮৯ পয়সা যা গত বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৫৯ পয়সা।
