বনানীতে মিডল্যান্ড ব্যাংকের আরেকটি শাখা উদ্বোধন হয়েছে। সোমবার বনানী ১১ নং সড়কের ১০৬, হংকং সাংহাই টাওয়ারে প্রিন্সিপাল শাখা ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারপারসন বেগম নিলুফার জাফর উল্লাহ, এমপি শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এম. মনিরুজ্জামান খন্দকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক। শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের চেয়ারম্যান এম. মনিরুজ্জামান খন্দকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক, স্পন্সর শেয়ারহোল্ডারবৃন্দ ও শাখা ব্যবস্থাপক জাকির আনাম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সমাগম ঘটে। সূত্র: বিজ্ঞপ্তি।