স্টাফ রিপোর্টার : মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সভা আবারো স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ১১ অক্টোবর (রোববার) বিকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটি পর্ষদ সভা স্থগিত করেছে।
১১ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিটি গত ৪ অক্টোবর বিকাল ৩টা ও ৩টা ১৫ মিনিটে পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। কিন্তু কোম্পানিটি অনিবার্য কারণে পর্ষদ সভা স্থগিত করেছিল।
ওই সভায় কোম্পানির দ্বিতীয় (৩১ ডিসেম্বর,২০১৯ ও ৩১ মার্চ,২০২০) ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।