স্টাফ রিপোর্টার : ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। আগামী ১২ জুন থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।
এ’ ক্যাটাগরির কোম্পানি : কোনো কোম্পানি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দিলে ওই কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়। কোম্পানিটি আগে থেকে ‘এ’ ক্যাটাগরিতে থেকে থাকলে লভ্যাংশের পরও সে ক্যাটাগরিতেই থেকে যায়। আর বি, এন অথবা জেড ক্যাটাগরিতে থাকলে সেখান থেকে এ ক্যটাগরিতে স্থানান্তর হয়।
উদাহরণ হিসেবে বলা যেতে পারে ব্যাংকিং খাতের এবি ব্যাংক এ ক্যাটাগরির একটি কোম্পানি।
‘বি’ ক্যাটাগরির কোম্পানি: কোনো কোম্পানি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশের কম লভ্যাংশ দিলে ওই কোম্পানি ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়।