স্টাফ রিপোর্টারঃ ফরচুন সু’র প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) লটারির ফল প্রকাশ করা হয়েছে । বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লটারির উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমান, স্বতন্ত্র পরিচালক মো. রুহুল আমিন মোল্লা, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিনিধি মো. রাকিবুল হাসান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) রাহি ইফতেখার রেজা, সিডিবিএলের আলমাস আরেফিন।
এছাড়া ইস্যু মানেজার ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন শিকদার ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী শেখ মুরতোজা আহমেদ উপস্থিত ছিলেন ।
আইপিওর মাধ্যমে ফরচুন সুজ লিমিটেড পুঁজিবাজারে ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে। ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ২২ পয়সা; আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৩ টাকা ৭৫ পয়সা। বিএসইসি সূত্রে জানা গেছে, কোম্পানিটি এ টাকা দিয়ে মেশিনারিজ ক্রয়, প্রশাসনিক ভবন নির্মাণ এবং আইপির কাজে ব্যয় করবে।
- Code
- General Public [Other than NRB]
- Non – Resident Bangladeshi (NRB)
- Mutual Fund
- Affected Small Investor