স্টাফ রিপোর্টারঃ প্রথম প্রান্তিকে নাহি অ্যালুমিনিয়ামের ইপিএস ৫২ পয়সা। বৃহস্পতি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকেৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সময়ে (আইপিও পূর্ববর্তী) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ৫৮ পয়সা। আর আইপিও পরবর্তী সময়ে ইপিএস হয়েছে ৫২ পয়সা। এছাড়া শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ১০ পয়সা ।