স্টাফ রিপোর্টার : সিঙ্গার বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত প্রান্তিকে কোম্পানিটি সমন্বিতভাবে তথা সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ শেয়ারপ্রতি নীট আয় করেছে ১ টাকা ১১ পয়সা। আগের প্রান্তিকে তা ছিল ১ টাকা ২৩ পয়সা।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে সিঙ্গারের ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা, যা আগের প্রান্তিকে ১ টাকা ২৯ পয়সা ছিল।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৪৯ পয়সা। আর এককভাবে এনএভিপিএস ছিল ৩৩ টাকা ১৫ পয়সা।
আলোচিত প্রান্তিকে সিঙ্গারের শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল কিছুটা ঋণাত্মক। এর পরিমাণ ছিল সমন্বিতভাবে ১২ টাকা ৬ পয়সা আর এককভাবে মাইনাস ১৫ টাকা ৩৭ পয়সা।
সর্বশেষ হিসাববছরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ১০ টাকা ৩৫ পয়সা।