সিনিয়র রিপোর্টার : প্যাসিফিক ডেনিমস লিমিটেডের কারখানায় নতুন করে যন্ত্রাংশ বসবে আগামী নভেম্বর মাসে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শর্ত অনুযায়ী কোম্পানির উৎপাদন বৃদ্ধির কাজে নতুন করে এসব যন্ত্রাংশ বসানো হবে।
‘শতভাগ রপ্তানী নির্ভর কোম্পানি’ প্যাসিফিক ডেনিমস লিমিটেডের বছরে ডেনিম উৎপাদন করে ১৮ মিলিয়ন। অর্থাৎ ১ কোটি ৭৮ লাখ ডেনিমসের সব ধরণের পণ্য উৎপাদন করে রপ্তানী করা হয়। আরো উৎপাদন বৃদ্ধিতে চলতি বছরে আরো লুম মেশিন স্থাপন করা হবে। কোম্পানির বিশেষ একটি সূত্র সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০১৬ সালে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি।
কোম্পানির ব্যবসার ধারাবাহিকতা ভালো বা বাণিজ্য ভালো চলছে। যে কারণে চলতি বছরে আগের বছরের তুলনায় অনেক ভালো লভ্যাংশ ঘোষণা করবে। তবে গত বছরে ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করলেও চলতি বছরে থাকবে একটু ভিন্নতা।
বোনাস এবং নগদ দুটোই ঘোষণা করতে পারে কোম্পানির কর্তৃপক্ষ। তবে গত বছরের ১৪ শতাংশকে ছাড়িয়ে নাও যেতে পারে।

চলতি অক্টোবর মাসের শেষে ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে কোম্পানির পরিচালনা পর্ষদ।
কোম্পানির অনুমোদিত মূলধন ১২০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৩ কোটি টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩০ দশমিক ৩৭ শতাংশ এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ২১ দশমিক শূন্য ৫, বিদেশী শূন্য দশমিক শূন্য ১ ও বাকি ৪৭ দশমিক ৭১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
- পেছনের খবর : ‘শতভাগ রপ্তানী নির্ভর’ আইপিওভুক্ত প্যাসিফিক ডেনিমস