স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে এক ঘণ্টা কমেছে লেনদেনের সময়। ৪ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টায় নামিয়ে আনা হয়েছে। ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন চলবে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। রমজান মাস ছাড়া লেনদেনের সময় ছিল দুপুর আড়াইটা পর্যন্ত। তবে দুই স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।