এসবি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুটি প্রতিষ্ঠানের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও
গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠান দুটির ঘোষিত বোনাস শেয়ার সম্প্রতি বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পাইওনিয়ার ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্স ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে। যা প্রতিষ্ঠান দুটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।