স্টাফ রিপোর্টার : অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) শেয়ারটির দর ৩ টাকা ৩০ পয়সা বা ২ দশমিক ৮৯ শতাংশ কমেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি রোববার সর্বশেষ লেনদেন হয় ১১১ টাকা দরে। এদিন কোম্পানিটি ৪৫১ বারে ৯৫ হাজার ৭৫৫টি শেয়ার লেনদেন করে।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩০ পয়সা বা ৩ দশমিক ৩ শতাংশ দর কমেছে। রোববার শেয়ারটি ৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২১৫ বারে ৭ লাখ ১৭ হাজার ৬৯৯টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা প্রভাতি ইন্স্যুরেন্সের ৬০ পয়সা বা ৪ দশমিক ৭২ শতাংশ দর কমেছে।
লুজার তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং, রিপাবলিক ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।