স্টাফ রিপোর্টার : দেশের পুঁজিবাজারের তিন মার্চেন্ট ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও কোটা সুবিধা বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
মার্চেন্ট ব্যাংক তিনটি হচ্ছে বেঙ্গল ইনভেস্টমেন্টস, সিএপিএম অ্যাডভাইজরি ও পিপলস ইনভেস্টমেন্টস। বুধবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৭৬৩তম কমিশন সভায় প্রতিষ্ঠান তিনটিকে কোটা বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিএসইসি আরো জানিয়েছে, মার্চেন্ট ব্যাংক তিনটি আগামী ৩০ জুনের মধ্যে তাদের মূলধন ঘাটতি পূরণ করতে না পারলে তাদের সনদ বা লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে।