স্টাফ রিপোর্টার : তসরিফা ইন্ডস্ট্রিজের চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি ’১৫ থেকে মার্চ ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন মঙ্গলবার প্রকাশিত হয়েছে। প্রথম প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭৭ পয়সা। আইপিও পরবর্তিতে শেয়ার সমন্বয় করে তা হয়েছে ৪৫ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে তসরিফা ইন্ডাস্ট্রিজের কর পরবর্তী আয় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৭০হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী আয়ের পরিমাণ ছিল ২ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল ৭৬ পয়সা। বুধবার থেকে শেয়ার লেনদেন শুরু হবে কোম্পানিটির।