স্টাফ রিপোর্টার : ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য এজিএম সম্পন্ন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মালিবাগে অবস্থিত ইমপেরিয়াল কনভেনশন সেন্টারে এজিএমটি অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১৫ নভেম্বর।
৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে ড্রাগন সোয়েটারের পরিচালনা পর্ষদ। এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৫ টাকা ৯৪ পয়সায়।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৫৩ পয়সা ইপিএস দেখিয়েছে ড্রাগন সোয়েটার। আগের বছর একই সময়ে তা ছিল ৫৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর এর এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৪৭ পয়সায়।
২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় ড্রাগন সোয়েটার। সেবার জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় ১৮ মাসে হিসাব বছর গণনা করেছে কোম্পানিটি। সে সময়ে এর ইপিএস হয় ২ টাকা ২৭ পয়সা।
ডিএসইতে ১৮ টাকা ৬০ পয়সায় ড্রাগন সোয়েটারের শেয়ার হাতবদল হয়। সমাপনী দর ছিল ১৮ টাকা ৫০ পয়সা, আগের কার্যদিবসে যা ছিল ১৮ টাকা ৭০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের সর্বোচ্চ দর ছিল ২৪ টাকা ৬০ পয়সা ও সর্বনিম্ন ১৪ টাকা ২০ পয়সা।
বর্তমানে ড্রাগন সোয়েটারের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১১৫ কোটি টাকা। রিজার্ভ ৫২ কোটি ৪২ লাখ টাকা। মোট শেয়ারের ৪০ দশমিক ১১ শতাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ২০ দশমিক ৬৭ ও বাকি ৩৯ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
বোনাস শেয়ার সমন্বয়ের পর সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাত ১৩ দশমিক ৪১, হালনাগাদ অনিরীক্ষিত মুনাফার ভিত্তিতে যা ৮ দশমিক ৭৩।