স্টাফ রিপোর্টার : আগামী ১৭ জানুয়ারি, রোববার থেকে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ঘোষিত নগদ লভ্যাংশের চেক বিনিয়োগকারীদের বিতরণ শুরু করবে। বিতরণ চলবে ১৯ জানুয়ারি, মঙ্গলবার পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১৯ জানুয়ারি, মঙ্গলবারের মধ্যে বিনিয়োগকারীদের কোম্পানির হেড অফিসে গিয়ে লভ্যাংশের চেক সংগ্রহের জন্য কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। লভ্যাংশের চেক সংগ্রহ করা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা- ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, ৬৪/৩ লেক সার্কাস কলাবাগান, মিরপুর রোড, ঢাকা-১২০৫।
I am small investors of deffodil computer ltd. I am buying 1100 share from trade 1 years ago. can I get cash dividend from your company. pls inform me.