স্টাফ রিপোর্টার : ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাহিদার ১২.২৩ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
নজরুল ইসলাম বলেন, ডোরিন পাওয়ার আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহের জন্য অনুমোদন পেয়েছিল। বিনিয়োগকারীরা এর বিপরীতে ৭০৯ কোটি ২৫ লাখ ৮২ হাজার ২শ’ টাকার আবেদন করেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর বিএসইসির ৫৬০তম সভায় পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৫৮ কোটি টাকা সংগ্রহ করার জন্য ডোরিন পাওয়ারকে আইপিও অনুমোদন দেওয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৯ টাকা প্রিমিয়ামসহ কোম্পাটির আইপিওতে বরাদ্দ মূল্য ছিল ২৯ টাকা।