স্টাফ রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২০ টি কোম্পানির ১৬ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার ৪৭৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই’তে মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ৫৭৩ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৬৭৬ টাকা। যা আগের দিন সোমবারের চেয়ে ৪৬ কোটি ১৩ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১.৮১ পয়েন্ট বেড়ে ৪৬৬৫.৪৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ০.১৪ পয়েন্ট বেড়ে ১৭৫৭.০৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ০.৫৪ বেড়ে ১১২১.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩২০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫১ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার, বিডি থাই, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, বিবিএস, এমারেল্ড অয়েল, গোল্ডেন হারভেস্ট, আইটিসি, বেক্সিমকো লিমিটেড ও কেডিএস এক্সোসরিজ লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ঢাকা ডাইং, আইটিসি, বিডি থাই, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং, গোল্ডেন হারভেস্ট, ইউনাইটেড ইন্স্যুরেন্স বিডি ফাইন্যান্স ও জাহিন স্পিনিং।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- মেঘনা পিইটি, আইসিবি সোনালি-১, জিকিউ বলপেন, এপেক্স স্পিনিং, আইএসএন লিঃ, আরামিট লিমিটেড, মতিন স্পিনিং, আইসিবি ইসলামি ব্যাংক, হাক্কানী পাল্প ও রংপুর ফাউন্ড্রি।
WHERE IS DSE ??? WHERE IS DSE, CSE, SEC NOTICE?? ARE THE DSE, CSE, SEC OFFICERS DOING OFFICE OR DOING BUSINESS?????? WHY THOSE SHARE PRICE SO UP? WHY SOME SHARE LIKE APEX FOOD, RANGPUR FOUNDARY SO DOWN??? WHERE IS INVESTIGATION TEAM? ARE THEY SLEEPING WITH BED OF ROSES???