DORREN POWER. 2শাহীনুর ইসলাম : ইপিএস ঘাটতি মাথায় নিয়ে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমসের শেয়ার লেনদেন বুধবার সকালে শুরু হয়েছে। প্রত্যাশা অনুযায়ী শেয়ার লেনদেন সকালে প্রথম ৯০ টাকায় শুরু হয়। ওপেনিংপাইস দেখে অনেক বিনিয়োগকারীর আগ্রহ বাড়লেও পরে কমতে থাকে।

অন্যদিকে  স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল থেকেই ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরে শেয়ার লেনদেনের পরিমাণ বেশি হতে দেখা যায়। ঘণ্টার ব্যবধানে প্রায় ৫০ লাখ শেয়ার হাতবদলের চিত্র বিস্ময়ের! যা টাকার পরিমাণ ৩৭৪.৬০ মিলিয়ন।

Screenshot_6
সকালে শেয়ার লেনদেন ও অন্যান্য চিত্র

শেয়ার দর পর্যবেক্ষণে দেখা গেছে, সকালে বিনিয়োগকারীদের বিপুল আগ্রহ একটু পরই কমেছে। প্রচণ্ড আগ্রহের সে পারদ স্থির থাকেনি। কমতে থাকে। পড়তে থাকে ৯০ টাকার ওপেনিং প্রাইস দর।

সকাল ১১:১২ মিনিটে ডিএসইতে দেখা গেছে, ১৭২.৭৬ শতাংশ দর কমে দর হয়েছে ৭৬.১০ টাকা। এরপরে সাড়ে ১১টার দিকে আর একটু বেড়ে হয়েছে ৭৭.৬০ টাকা এবং ১২ টার দিকে তা হয়েছে ৮১.৯০ টাকা।

Screenshot_2অন্যদিকে, স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সকালে দেখা গেছে, ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরে লেনদেনের পরিমাণ বেশি। সর্বোচ্চ পরিমাণ শেয়ার লেনদেনের বেশিরভাগই হচ্ছে ডরিণ পাওয়ারে।

লেনদেন শুরুর একঘণ্টার ব্যবধানে প্রায় ৫০ লাখ শেয়ার হাতবদল হয়। যার টাকার পরিমাণ ৩৭৪.৬০ মিলিয়ন, বিপুল পরিমাণ শেয়ার হাত বদল হয়েছে।

যা অনেক বিস্ময়ের সৃষ্টি করেছে!

Volume 4976230

সকালে প্রথম লেনদেনে অন্যান্য দিনের কোম্পানির মতো শেয়ার হাত বদলের প্রতিযোগীতা লক্ষ্য করা যায়। দিন বাড়তে থাকলে সে প্রতিযোগীতাও কমতে থাকে। চিত্রে অন্যান্য তথ্যসহ দেখুন-

Screenshot_8
বুধবার প্রথম দিনের শেয়ার লেনদেন চিত্র

বুধবার প্রথম দিন লেনদেন শেষে দেখার পালা। কী বিস্ময় অপেক্ষা করছে বিনিয়োগকারীদের জন্য।

ডরিণ পাওয়ারের প্রথম লেনদেন নিয়ে দেখুন অনেক বিনিয়োগকারীর ভাবনা ও সরাসরি আলোচনা নিয়ে আমাদের সিনিয়র রিপোর্টারের প্রতিবেদন ‘ডরিন পাওয়ার নিয়ে গুঞ্জন, লেনদেন ৯০ টাকায় শুরু’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here