স্টাফ রিপোর্টার : জেএমআই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের রোড শো আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারের যোগ্য বিনিয়োগকারীরা (ইলিজিবল ইনভেস্টর) এতে অংশ নেবেন।
কোম্পানি সূত্রে বুধবার জানা গেছে, আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগর রোডের বাংলাদেশ ইন্ট্যারন্যাশনাল কনফারেন্স সেন্টার (বিআইসিসি) ২০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় রোড শোর আয়োজন করা হয়।
উল্লেখ্য, ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। রেজিস্টার টু দি ইস্যু হিসেবে কাজ করছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।