সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রসপেক্টাসে প্রকাশ, ওষুধ নির্মাতা কোম্পানিটি মূলত উৎপাদন করে থাকে ট্যাবলেট, ক্যাপসুল, লিকুইট এবং ড্রাই সিরাপ। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি সাধারণ শেয়ার ইস্যু করে ৩০ কোটি টাকা উত্তোলন করবে।


ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, ২০০৩ সালে দেশে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়া কোম্পানিটির পণ্য বিপণন এবং বাণিজ্য সম্প্রসারেণের লক্ষ্য ও পরিকল্পণা অনেক ভালো।কোম্পানিটি আগামীতে অনেক ভালো করবে বলে প্রত্যাশা করেন ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেডের সিইও সালাহউদ্দিন শিকদার, এফসিএমএ।আইপিও তালিকা, ডিএসই থেকে নেয়া চিত্র।এদিকে বিশেষ একটি সূত্র জানায়, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩০ শতাংশ শেয়ার ধারণ করছে রাষ্ট্রায়ত্ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। গত ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সিলভা ফার্মার ৩ কোটি শেয়ারে (অভিহিত ১০টাকা মূল্যে) ৩০ কোটি টাকা বিনিয়োগ করেছে আইসিবি।উল্লেখ্য, ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।