স্টাফ রিপোর্টার : গোল্ডেন সন লিমিটেডের এজেন্ডা অনুমোদনের জন্য চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করে নতুন করে ৩০ ডিসেম্বর দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রোববার তথ্য প্রকাশ করেছে।
একই সঙ্গে গোল্ডেন সনকে ২৭ লাখ টাকা জরিমানা করেছে কাস্টমস। খোলা বাজারে পণ্য বিক্রির অভিযোগে চলতি বছরের ৩০ নভেম্বরে এ জরিমানা করা হয়।
৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ না করায় স্টক এক্সচেঞ্জে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে গোল্ডেন সন। সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আনুসারে, এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৭ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৩ টাকা ৯ পয়সায়।
২০১৬ সালের ৩০ জুন ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় গোল্ডেন সন। জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় সেবার ১৮ মাসে হিসাব বছর গণনা করেছে প্রতিষ্ঠনটি। সে হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮৯ পয়সা। এর আগে ২০১৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৩ হিসাব বছরে ২৫ শতাংশ স্টক লভ্যাংশ পায় কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। রেকর্ড ডেট ছিল ৩ ডিসেম্বর।
ডিএসইতে সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সায় গোল্ডেন সনের শেয়ার বেচাকেনা হয়। গত এক বছরে কোম্পানিটির শেয়ারের দর ১১ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।
সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৫ দশমিক শূন্য ৬।