স্টাফ রিপোর্টার : চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বীমা খাত। এরপরের অবস্থানে রয়েছে রসায়ন খাতের ওষুধ কোম্পানিগুলো।
মঙ্গলবার শীর্ষে থাকা খাতগুলোর চিত্র নিচে তুলে ধরা হলো।

এদিকে সপ্তাহের ৩য় কার্যদিবসে ডিএসইর ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির এসব কোম্পানির ২০ কোটি ৫৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসব কোম্পানির খাতভিত্তিক লেনদেনের চিত্রটি নিচে প্রকাশ করা হলো।

উল্লেখ্য, ডিএসইতে মঙ্গলবার টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৪০ কোটি ৩৬ লাখ টাকা কম। সোমবার লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ২১ লাখ টাকার।