স্টাফ রিপোর্টার: ২৮শে জুন, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচকে বেয়ারিশ ক্যান্ডেল দেখা গেছে। লেনদেনের শুরুতে সূচকে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও বেলা ১১টার পর থেকে ক্রমান্বয়ে পরতে শুরু করে। টানা ২ ঘণ্টা ৩০ মিনিট দরপতনের পর ১টা ৩০ মিনিটে সূচক সাইড ওয়েতে চলে যায়। অতঃপর ২টা ১৫ মিনিটের পর সূচক কিছুটা বৃদ্ধি পায়। ফলে দিন শেষে আজ সূচক ২৩.৫৮ পয়েন্ট বা ০.৪৩% কমে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে।
এদিকে বেলা ১টা ২০ মিনিটের পর সূচকে ভলিউমের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।
টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী, কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন গঠনের দিকে আরেক ধাপ এগিয়ে গেলো মার্কেট। কাপ গঠিত হওয়ার পর বর্তমানে হ্যান্ডেল গঠনের চেষ্টা করছে মার্কেট। অবশ্য কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন গঠন করে সূচক বৃদ্ধির ক্ষেত্রে রেজিস্টেন্স এবং আপার ট্রেন্ড লাইন বাধা হিসেবে কাজ করতে পারে।
বৃহস্পতিবার ডিএসইতে ৮০১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে প্রায় ৯৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৭০৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ২১২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।