স্টাফ রিপোর্টার : বুক বিল্ডিং পদ্ধতিতে এ্যাস্কয়ার নিট কম্পোজিটের শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণের জন্য নিলাম শুরু হয়েছে। সোমবার বিকেল ৫টা থেকে নিলাম শুরু হলেও প্রথম কয়েক ঘণ্টায় কোনো নিলাম হয়নি।
তবে ৪৫ টাকা দরে প্রথমে একজন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪ লাখ ১৬ হাজার ৬০০টি শেয়ারের জন্য প্রস্তাব করেছে। যার মোট মূল্য ১ কোটি ৮৭ লাখ ৪৭ হাজার টাকা।
১ জন নিলামকারী সর্বোচ্চ ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার কেনার জন্য বিড করতে পারবেন। নিলামে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির ৯৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনার জন্য শেয়ার দর প্রস্তাব করতে পারবেন।
সোমবার বিকেল ৫টা থেকে এই বিডিং শুরু হয়ে চলবে ১২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত।
এর আগে গত ২৩ জানুয়ারি মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় কোম্পানিটিকে শেয়ার দর নির্ধারণের জন্য বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়। বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের অংশগ্রহণে কাট-অফ প্রাইস নির্ধারিত হবে। আর এর উপর নির্ভর করবে আইপিওতে কোম্পানি কতগুলো শেয়ার ইস্যু করবে।
এ্যাস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করবে। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ভবন নিমার্ণ, ডাইং ও ওয়াশিং প্লান্টের জন্য যন্ত্রপাতি কিনবে।