স্টাফ রিপোর্টার : সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায় থাকা এমটিবি ইউনিট ফান্ডের সম্পদমূল্য প্রকাশ করা হয়েছে। কোম্পানির প্রতি ইউনিটের পুনঃ ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা ৩০ পয়সা এবং প্রতি ইউনিটের বিক্রয়মূল্য ১০ টাকা ৬০ পয়সা বলে কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়।
কোম্পানির প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ১২ সেপ্টেম্বর থেকে প্রতি ইউনিট ১০ টাকা অভিহিত মূল্যের এ ফান্ডের বাজারমূল্যে নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ কোটি ৮০ লাখ ১ হাজার ৯০ টাকা ১৩ পয়সা। যা ক্রয়মূল্যে ৩৬ কোটি ২৪ লাখ ১০ হাজার ৭৩২ টাকা ৮৪ পয়সা। রোববার থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত তা কার্যকর থাকবে।