স্টাফ রিপোর্টার : এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, জানুয়ারি-জুন,২০১৬ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ৬ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৫১ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছর শেষে কোম্পানিটি ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। সবমিলে ১৮ মাসে কোম্পানির ঘোষিত লভ্যাংশ দাঁড়ালো ৭০ শতাংশ।
এই ১৮ মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৭ টাকা ৭২ পয়সা। আগামী ১ ডিসেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর।
আমরা টেকনোলজির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ ১০শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৩০ জুন ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। আর এনএভি হয়েছে ২২ টাকা ১০ পয়সা।
আগামী ২০ ডিসেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ৭ নভেম্বর।