স্টাফ রিপোর্টার : ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ ও বার্ষিক সাধারণ সভা সম্পর্কে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় বোর্ডসভা আহ্বান করেছে এপেক্স ট্যানারি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানা গেছে।
২০১৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় এপেক্স ট্যানারি। তখন এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬ টাকা ২৫ পয়সা, ২০১৪ হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৫১ পয়সা।
এদিকে ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ১ টাকা ৫৯ পয়সা ইপিএস দেখিয়েছে চামড়া খাতের তালিকাভুক্ত কোম্পানিটি, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৬৪ পয়সা। ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৭০ টাকা ২৪ পয়সা।
ডিএসইতে বৃহস্পতিবার এপেক্স ট্যানারি শেয়ারের সর্বশেষ দর দশমিক ৯৬ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা কমে দাঁড়ায় ১৪৫ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ১৭৩ টাকা ও সর্বনিম্ন ৯৫ টাকা।