স্টাফ রিপোর্টার: ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (সিআরএবি) লিমিটেডের এন্টিটি রেটিং অনুযায়ী আমান ফিড লিমিটেড ‘এ১’ এবং ফুওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘বিবিবি২’ পেয়েছে।
৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত ব্যাংক দায়ের পরিমাণ বিবেচনাসহ আরও অন্যান্য বিষয় বিশ্লেষণ করে কোম্পানি ২টির এই মান নির্ধারণ করেছে সিআরএবি।
