স্টাফ রিপোর্টার : এজিএমে বদলেছে লভ্যাংশের ধরণ। নগদ লভ্যাংশ না দিয়ে দেয়া হয়েছে বোনাস লভ্যাংশ। শনিবার কেয়া কসমেটিকসের এজিএমে এমন ঘটনা ঘটে। তবে আলোচ্য সূচির অন্য বিষয়গুলো অপরিবর্তিত অবস্থায় অনুমোদন দেয়া হয়।
গাজীপুরের কোনাবাড়ীর জরুনে কারখানা প্রাঙ্গণে কেয়া কসমেটিকসের ১৮তম বার্ষিক সাধারণ সভা শনিবার (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সিএফও বলেন, এজিএমে শেয়ারহোল্ডারদের দাবির মুখে লভ্যাংশের ধরণ বদলানো হয়।
শেয়ারহোল্ডাররা মত দিয়েছেন, নগদ লভ্যাংশ না দিয়ে বোনাস দেয়া হলে অর্থ কোম্পানিতেই থেকে যাবে। এতে কোম্পানির মূলধন ভিত্তি আরও শক্তিশালী হবে। এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পণ্য বিক্রি বাড়ানোর তাগিদ দেন বলে জানানো হয়েছে।