স্টাফ রিপোর্টার : ৩৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও ভেন্যু জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর, বুধবার সকাল ১১টায়, সামারাই কনভেনশন সেন্টার, ২৩/জি/৭, পান্থপথ, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
প্রসঙ্গত, ইফাদ অটোস লিমেটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৮ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক ও ২২ শতাংশ নগদ লভ্যাংশ।