স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ এর – ডিএসইএক্স ইনডেক্স দিনের প্রথম ভাগে ক্রয়চাপের ফলে বেশ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবনতা দেখা যায় এবং দিনভর কিছুটা মিশ্র প্রবনতাই লক্ষ্য করা যায় এবং দিনশেষে পুনরায় বিক্রয়চাপ বৃদ্ধির ফলে নিন্মমুখি প্রবনতাই লেনদেন শেষ হয়ে সূচক ৪.৫৫ পয়েন্ট বাড়ে। ডি.এস.ই এক্স ইনডেক্সে আজ ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক লক্ষ্য করা যাচ্ছে। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক দ্বারা সাধারণত বাজারের গতি পরিবর্তনের সম্ভাবনা প্রকাশ পেয়ে থাকে। আশা করা যাচ্ছে ক্রয়চাপ বৃদ্ধি পেলে বাজার তার স্বাভাবিক গতি নিয়ে আবার আপ ট্রেন্ড শুরু করতে পারে।
বর্তমানে ডিএসই এক্স ইনডেক্স এর পরবর্তী সাপোর্ট ৪৬৬৫ পয়েন্টে এবং রেজিটেন্স ৪৭১৩ পয়েন্টে অবস্থান করছে। আজ বাজারে আরএসএই ( RSI) এর মান ছিল ৭৮.০২ ।
বৃহস্পতিবার ডিএসইতে ৬৮১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৮৯ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৪৯২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।