স্টাফ রিপোর্টার : প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিসিএল) পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করবে। বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ার কেনার দরপত্রের সময় প্রস্তাবিত দরের ২০ শতাংশ টাকা অগ্রিম জমা দিতে হয়। তাই নির্ধারিত সময় ১৮ জানুয়ারির আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ের অবশিষ্ট টাকা জমা দিতে বলা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কোম্পিানিটির আইপিও আবেদন ১৮ জানুয়ারি, রোববার শুরু হয়ে চলবে ২২ জানুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত। আইপিওতে প্রবাসী বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবেন ৩১ জানুয়ারি, শনিবার পর্যন্ত।
নতুন ও পুরাতন উভয় পদ্ধতিতে পুঁজিবাজার থেকে কোম্পানিটি আইপিও টাকা উত্তোলন করবে বলে জানানো হয়।
উল্লেখ্য, ইউনাইটেড পাওয়ার পুঁজিবাজারে ৩ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে ২৩৭ কোটি টাকা সংগ্রহ করবে।
কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ১০ টাকা ফেসভ্যালুর সাথে ৬২ টাকা প্রিমিয়াম সহ ৭২ টাকা দরে শেয়ার ইস্যু করবে বাজারে। এর মধ্যে ৪০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনে নিয়েছে। বাকী ৬০ শতাংশ শেয়ার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী, এনআরবি, মিউচ্যুয়াল ফান্ড ও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কোটা অনুসারে বরাদ্দ হবে। এর জন্য আবেদন জমা নেওয়া শুরু হবে ১৮ জানুয়ারি।
উল্লেখ্য, ইউনাইটেড পাওয়ারকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি বিডিংয়ের অনুমোদন দেয় কমিশন।