স্টাফ রিপোর্টার: ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ে বিনিয়োগকারীদের কোনও লভ্যাংশ প্রদান করবেনা পিপলস্ লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। উক্ত সময় আয় বৃদ্ধি পেলেও নো ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।
এ সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা যা গত বছর একই সময় লোকসান ছিলো ১ টাকা ৭৩ পয়সা। সুতরাং এই বছর কোম্পানিটি লোকসান থেকে লাভের খাতায় নাম লিখিয়েছে।
এদিকে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৯০ পয়সা যা গত বছর একই সময় ছিল ১০ টাকা ৮৮ পয়সা।
কোম্পানির কর্পোরেট ঘোষণার কারণে শেয়ার লেনদেনে আজ কোনও মূল্য সীমা থাকবেনা।
