স্টাফ রিপোর্টার : রতনপুর স্টিল রি-রোলিং স্টিল মিলসের (আরএসআরএম) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করা হয়েছে। কোম্পানির আর্থিক চিত্রসহ অন্যান্য বিষয়ের তথ্য দিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাতিল করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
বিএসসি তথ্যমতে, রাইট ইস্যুর প্রস্তাবে কোম্পানিটির আপডেট তথ্য (৩১ অক্টোবর পর্যন্ত সময় ছিল) জমা দেয়ায় বাতিল করা হয়। এছাড়া আরো ২ দফায় সময় বাড়িয়েও তারা আপডেট তথ্য দিতে পারেনি।
আরএসআরএম স্টিল ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দেয়। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা করে ইস্যু করার প্রস্তাব করেছিল। তবে শুরুতে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ২০ টাকা করে ইস্যুর প্রস্তাব করেছিল।
উল্লেখ্য, আরএসআরএম স্টিল ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। ওইসময় কোম্পানিটি ৩০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৪০ টাকা করে ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহ করে।