আদালত প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেডের রাইট শেয়ার জালিয়াতি নিয়ে মামলার আংশিক শুনানি বৃহস্পতিবার হয়েছে। এনেক্স ভবনের ১০ নং আদালতে চলমান মামলায় শুনানি বৃহস্পতিবার রিটে ঝড় উঠে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং মোঃ খসরুজ্জামানের দ্বৈত বেঞ্চে রিট আবেদনের ওপর গত সপ্তাহের বৃহস্পতিবার দ্বিতীয় দিন এবং চলতি সপ্তাহের বুধবার তৃতীয় দিনের মতো মতো শুনানি হয়।
আদালতে রায় হলে কোম্পানিটির লভ্যাংশ ঘোষণা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করতে আর কোন প্রকার বাধা থাকছে না। নীচের চিত্রে দেখুন-
শুনানিতে কোম্পানির পক্ষে আছেন সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। এ মামলায় সংযুক্ত পক্ষ (এডেড পার্টি) ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের পক্ষে আছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, বারের সাবেক সাধারণ সম্পাদক এসএম মনির। মামলায় দেখা যায়, P.O result এসেছে।
what does it meant p.o result ????
Good
What is the Latest news of RN SPINNING ?