ডেস্ক রিপোর্ট : প্রকৌশল খাতের কোম্পানি আফতাব অটোমোবাইলসের শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। যা আগের বছরের তুলনায় ৫৩ দশমিক ৬৬ শতাংশ বেশি। আগের বছর একই সময় কোম্পানিটির কনসোলিডেটেড ইপিএস ছিল ৪১ পয়সা।কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (মার্চ, ১৫ – মে, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
ডিএসই সূত্রে জানা গেছে, হিসাব ৩ মাসের ভিত্তিতে অর্থাৎ ৬ থেকে ৯ মাসের মধ্যবর্তী সময়ে কোম্পানিটির কর পরবর্তী কনসোলিডেটেড মুনাফা করেছে ৬ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি কনসোলিডেটেড মুনাফা করেছিল ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা।
উল্লেখ্য, গত ৯ মাসে (সেপ্টেম্বর, ১৪ – মে, ১৫) কোম্পানিটি কর পরবর্তী কনসোলিডেটেড মুনাফা করেছে ১৭ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা করেছিল ১৮ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা। আর শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছিল ১ টাকা ৯৬ পয়সা।