হোসাইন আকমল : প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আ্ইপিও) পুঁজিবাজারে আসার অপেক্ষা করছে ৭টি কোম্পানি। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন অপেক্ষায় রয়েছে কোম্পানিগুলো।
ফিক্সড প্রাইজে আইপিও আবেদন শেষে কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে ১৭০ কোটি টাকা উত্তোলন করবে। বিএসইসির বিশেষ একটি সূত্র এমন তথ্য নিশ্চিত করেছে।
পুঁজিবাজার থেকে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ২৬ কোটি ৭৯ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২০ কোটি, নিউ লাইন ক্লোথিং কোম্পানি ৩০ কোটি, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ কোটি টাকা তুলবে।
আইপিও পাইপলাইনে ইলেক্ট্রো ব্যাটারি কোম্পানি লিমিটেড পুঁজিবাজার থেকে সাড়ে ২২ কোটি, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স এন্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড ২৫ কোটি এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ১৬ কোটি টাকা উত্তোলন করবে।
সকল প্রক্রিয়া শেষে কোম্পানিগুলোর আইপিও অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিশেষ সূত্র জানায়, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ বিদ্যমান ৩৯ কোটি টাকার পরিশোধিত মূলধনের বাইরে আরও ৪০ কোটি টাকার মূলধন সংগ্রহের আবেদন করেছে। শামসুল আল আমীন রিয়েল এস্টেট বিদ্যমান ৩৫ কোটি টাকার পরিশোধিত মূলধনের বাইরে আরও ৮০ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে চায়।
Comment:last year july august mashe kon share up hoisilo eta ber korer kono tools apnader nei,ami check korsi,so apnakei list ta dite hobe
For that use our tools please.
https://stockbangladesh.com/screeners