পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের প্রাইভেট কোম্পানি থাকরাল ইনফরমেশন সিস্টেমস (প্রা.) লিমিটেড। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনে ম্যানেজার টু দ্য ইস্যুর দায়িত্ব নিয়েছে ট্রিপল এ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
সম্প্রতি দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে কোম্পানিটি কতো টাকা তুলবে এবং কোন পদ্ধতিতে আইপিওতে আসার প্রচেষ্টা করছে বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি।
অনুষ্ঠানে ট্রিপল -এর চেয়ারম্যান খাজা আরিফ আহমেদ, এমডি ও সিইও মোহাম্মদ ওবায়দুর রহমান এফসিএস, পরিচালক আব্দুস সালাম খান এবং কোম্পানির পক্ষ থেকে সিইও বাসব বাগচি, সিএফও আনন্দ সেনগুপ্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
Comment: BRB Cable eta o onek valo company eta k jate bazare ane news koren.
Aristopharma Ltd eta o onek valo company eta k jate bazare ane news koren.
Incepta Pharmaceutical eta o onek valo company eta k jate bazare ane news koren.