স্টাফ রিপোর্টার : অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নগদ ৪ ও স্টক (বোনাস) ৬ শতাংশ মিলে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে, শেষ হওয়া অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৪ পয়সা কমেছে। আগের বছর কোম্পানির ইপিএস ছিল ২ টাকা ৫৬ পয়সা, এবার ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৬ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩শে ডিসেম্বর বেলা ১১টায় নারায়নগঞ্জের রূপগঞ্জে অলটেক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ই ডিসেম্বর।