স্টাফ রিপোর্টার: ২০ জুন, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচকে বুলিশ ক্যান্ডেল দেখা গেছে। ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হলেও ১০টা ৪৫ মিনিটের পর সূচক সাইড-ওয়েতে চলে যায়। অতঃপর ১২টার পর থেকে আবার ক্রমান্বয়ে বাড়তে থাকে সূচক। এরই ধারাবাহিকতায় ১টা ৩০ মিনিট পর্যন্ত বেড়ে সূচক হ্রাস পেতে শুরু করে। অবশ্য পতন দীর্ঘস্থায়ী না হওয়ায় দিন শেষে সূচক ৩৯.৯১ পয়েন্ট বা ০.৭৫% বেড়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করে।
টেকনিক্যাল এনালাইসিসের হেইকিন আশি চার্ট অনুযায়ী, বর্তমানে সাইড-ওয়েতে চলছে মার্কেট। সাইড-ওয়েতে চল্লেও অবশেষে নিউট্রাল ক্যান্ডেলের পরিবর্তে আজ দিন শেষে পজিটিভ ক্যান্ডেল তৈরি করেছে মার্কেট। মোট ৪৪ কার্যদিবস আগে পজিটিভ ক্যান্ডেল তৈরির পর আজ আবার তার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বুধবার ডিএসইতে ৬৭৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে প্রায় ৪১ কোটি ১৯ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৬৩৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৫টির, কমেছে ৯০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।