স্টাফ রিপোর্টার: পূর্ব ঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের আইপিওর লটারি ড্র অনুষ্ঠিত হচ্ছে। লটারি ড্র সকাল ১০টায় শুরু হয়েছে।
কোম্পানিটির আইপিওতে ৩৭ গুণের বেশি আবেদন জমা পড়েছে। আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি। এ অর্থ তারা ওয়্যার হাউজ নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, কারখানা আধুনিকায়ন ও ব্যাংকঋণ পরিশোধে এবং কিছু অর্থ আইপিও প্রক্রিয়ার ব্যয় নির্বাহে খরচ করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। নিরীক্ষক মাফেল হক অ্যান্ড কোম্পানি।